সুপ্রিম কোর্ট, অপ্রাপ্তবয়স্ক শিশুদের বিবাহ আটকাতে ২০০৬-এর ‘প্রিভেনসন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট’– PCMA সংশোধনের পরামর্শ দিয়েছে। যেহেতু এই আইনের অধীনে শিশুদের ১৮ বছরের আগে বিবাহ স্থির করা বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের পছন্দের পরিপন্থী মানুষকে বিবাহ করার বিষয়টি আটকানোর কোনো সংস্থান নেই, সেই জন্য সংসদকে তা’ বিবেচনা করে দেখতে বলা হয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্কদের পছন্দের জীবনসঙ্গী বেছে নেওয়ার ইচ্ছা আইনের পথে অন্তরায় হতে পারেনা। ‘বাল্যবিবাহ প্রতিরোধ আইনে’র পর ব্যক্তি অধিকারের আইন আটকাতে পারে না বলেও মত সর্বোচ্চ আদালতের। বেঞ্চ জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধ এবং অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে অপরাধীর শাস্তি শেষ পন্থা হিসেবে বিবেচনা করতে হবে। এব্যাপারে সচেতনতা বৃদ্ধির ওপর’ও জোর দেন প্রধান বিচারপতি।
Site Admin | October 18, 2024 9:19 PM