সুপ্রিম কোর্টে আজ RG KAR মামলার শুনানি রয়েছে। নিহত চিকিৎসক ছাত্রীর পরিবারের আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই শুনানি হবে। মৃতার বাবা-মা CBI তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মূলত CBI তদন্তে গাফিলতির অভিযোগ নিয়েই তাঁরা দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
CBI দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়েছিল কলকাতা হাইকোর্টে। যদিও নির্যাতিতার বাবা-মা সঞ্জয়ের ফাঁসির পক্ষে নয় বলে আদালতে জানিয়েছিলেন।