মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 4, 2025 5:18 PM

printer

সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরী বাতিলের পর সমাজের বিভিন্ন স্তরে তীব্র আলোড়ন দেখা দিয়েছে

সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরী বাতিলের পর সমাজের বিভিন্ন স্তরে তীব্র আলোড়ন দেখা দিয়েছে।

সংসদের উচ্চকক্ষে আজ বিষয়টি উত্থাপন করেন বিজেপি সাংসদ লক্ষীকান্ত বাজপেয়ী। নিয়োগের ক্ষেত্রে সরকারী নিয়ম মানা হয়নি বলে তাঁর অভিযোগ। এর প্রতিবাদে সরব হন তৃণমূল কংগ্রেস সাংসদরা।

এদিকে, আদালতের নির্দেশ মেনে দ্রুত নিয়োগের বন্দোবস্ত করা হচ্ছে বলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন। আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী মজুমদার বলেন, সরকার থেকে ইতমধ্যেই এব্যাপারে চিঠি এসেছে। নিয়োগের জন্য কমিশন প্রস্তুত। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন করবেন, তাঁদের বয়সে ছাড় দেওয়া হবে।   

অন্যদিকে বিজেপি, চাকরি বাতিল হওয়া যোগ্য চাকরিপ্রার্থীদের পৃথকভাবে আদালতের দ্বারস্থ  হওয়ার আবেদন জানিয়েছে। বিধানসভার বাইরে আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যেসব যোগ্য প্রার্থীদের কাছে সঠিক OMR  শিট রয়েছে, তারা পৃথকভাবে আদালতে আবেদন করতে পারবেন। শ্রী অধিকারী অভিযোগ করেন, আদালতের রায়ে রাজ্য সরকারের অসহযোগিতা এবং ১৭ দফা দুর্নীতির উল্লেখ রয়েছে। তাই মন্ত্রিসভার যেসব সদস্য সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিলেন, তাদের প্রত্যেককে গ্রেফতার করা উচিত বলেও বিরোধী দলনেতা দাবি করেন।

বিজেপির বিকাশ ভবন অভিযানকে ঘিরে আজ করুণাময়ী চত্বরে উত্তেজনা দেখা দেয়। মিছিল এগোতে বাধা দিলে, পুলিশের সঙ্গে সমর্থকদের হাতাহাতি বেধে যায়।

অন্যদিকে, SFI সহ বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠন আজ তাদের কর্মসূচীর কথা ঘোষণা করেছে। বিকেল চারটেয় SFI-এর পক্ষ থেকে শিয়ালদা স্টেশনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতিও বিকাশ ভবন অভিযান করছে।

এদিকে, চাকরী যাওয়ায়, মানসিক চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং রায়বাঘিনী হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিং। তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন