সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার , ১৫ই সেপ্টেম্বরের মধ্যে সব পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য দপ্তরের এক নির্দেশিকায় জানানো হয়েছে, এসএমএসের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে তাদের এই রেশন কার্ড দেওয়া হবে । এইজন্যে দপ্তরের পক্ষ থেকে জেলা ও ব্লক ফুড ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের কার্ড দেওয়ার সময় তার পরিবারের সদস্যদের কার্ড নিয়েও বিস্তারিত খোঁজখবর নিতে বলা হয়েছে।
অন্যদিকে যেসব পরিযায়ী শ্রমিক নতুন কার্ড নেওয়ার জন্য আবেদন করেছেন তাদের বলা হয়েছে সংশ্লিষ্ট ব্লক ফুড অফিসে গিয়ে যোগাযোগ করতে।
শ্রম দপ্তরের তথ্যের ভিত্তিতে এক লক্ষ চব্বিশ হাজার পরিযায়ী শ্রমিকের রেশন কার্ড নেই বলে খাদ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে।