সুপ্রিমকোর্টে আজ ফের কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি হবে। সিবিআই এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতির রিপোর্টও জমা দেবে শীর্ষ আদালতে। কেন্দ্রীয় সরকারও জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট জমা দেবে। আরজি করের ঘটনার পর সর্বোচ্চ আদালতের নির্দেশে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় ১১ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়।
অন্যদিকে, এর আগের শুনানীতে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সুরক্ষার দায়িত্বে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেবিষয়েও আজ হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে।
এদিকে, ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। ঘটনার ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় গতকাল ওই মামলায় চার্জ গঠন শেষ হল।