মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 8, 2025 2:11 PM

printer

সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন। অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়েই যেহেতু  সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই ভারতীয় সংবিধানের ৭৪ ও ১৬৩-র তিন ধারা অনুযায়ী এব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলে বেঞ্চ জানিয়েছে।

     উল্লেখ্য, ২০২২ সালে এস এস সি-তে নিয়োগের জন্য প্রায় ৬ হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে ছাড়পত্র দেয় রাজ্য মন্ত্রিসভা। এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্ট এই সিদ্ধান্তকে বে-আইনী বলে মত প্রকাশ করে। প্রায় ২৬ হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সুপার নিউমেরারি পোস্ট তৈরির বিষয়ে হাইকোর্ট, সিবিআই তদন্তের নির্দেশ দেয়। প্রয়োজনে সিবিআই রাজ্য মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানানো হয়। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করে। সেসময় সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশের ওপর স্হগিতাদেশ দিয়েছিল। আজ অবশেষে তা খারিজ হয়ে গেলো।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন