সুপার টাইফুন- ইয়াগীর প্রভাবে ভিয়েতনামে এখনো পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৫৯ জন। সেদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, প্রবল বৃষ্টির জেরে নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। রাজধানী হ্যানয়-এ রেড নদীর জল দু-নম্বর সতর্কতার স্তর পেড়িয়ে গেছে। আজ দুপুরের মধ্যে তা’ সর্ব্বোচ্চ তৃতীয় স্তরে পৌঁছে যাবে বলে আশঙ্কা।
থাও নদীতে জলের স্তপর অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। সতর্ক করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকলকে। গত শনিবার অত্যন্ত শক্তিশালী টাইফুন-ইয়াগী, ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে। এর জেরে বন্যা এবং ভূমিধসের খবর মিলেছে।