মহাকাশ কেন্দ্রে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে পৃথিবীর বুকে ফিরিয়ে আনতে নাসা ও স্পেস এক্স-এর মহাকাশ যান, ৯’জন সদস্যকে নিয়ে আজ মহাকাশে পাড়ি দিয়েছে। পাঁচ মাস কক্ষপথের ল্যাবে সায়েন্স মিশনে থাকবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী ভোর সাড়ে তিনটেয় তাঁদের পৌঁছানোর কথা।
ভারতীয় বংশোদ্ভূত সুনীতা ও ব্যারি উইলমোর, গত ৫’ই জুন বোয়িং সংস্থার স্টার লাইনার মহাকাশ যানে রওনা হন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে। আট দিনের জন্য সেখানে থাকার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু মহাকাশ যানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় তাঁদের ফেরা আটকে যায়। ২০২৫-এর ফেব্রুয়ারিতে পৃথিবীর বুকে ফেরার কথা এই দুজনের। ফ্লোরিডার কেপ ক্যানাভ্যারাল মহাকাশ কেন্দ্র থেকে সাফল্যের সঙ্গে রওনা হয়ে নাসা স্পেস এক্স-এর মহাকাশযান নিরাপদে কক্ষপথে পৌঁছেছে।