সীমান্ত এলাকায় সুরক্ষা আরও বাড়াতে রাজ্য সরকার একটি আউটপোস্ট তৈরির জন্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এজন্য নদীয়ার করিমপুরে বিএসএফ-কে জমি দেওয়ার একটি প্রস্তাব গ্রহীত হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্হিতির প্রেক্ষিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ন বলেই মনে করা হচ্ছে।
আজকের বৈঠকে স্বরাষ্ট্র ও পার্বত্য, বিচার বিভাগীয়, নারী ও শিশু সুরক্ষা দপ্তরে ৬০টি শূন্য পদে স্থায়ী নিয়োগ সংক্রান্ত আরও একটি প্রস্তাবও গ্রহণ করা হয়। সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের সরকার রাজ্য পুলিশের চাকরির যে নিয়োগপত্র তুলে দিয়েছে তাদের মধ্যে কয়েকজনের শারীরিক মাপজোকের ক্ষেত্রে নূন্যতম শর্ত পূরন না করায় তাদের এক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। ৫ ও ৬ ফেব্রুয়ারী বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের জন্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার জন্যে মুখ্যমন্ত্রী বৈঠকে নির্দেশ দেন।