সীমান্তবর্তী গ্রামগুলি সরকারের অগ্রাধিকারের তালিকায় এবং তাদের সামগ্রিক উন্নয়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। নতুনদিল্লিতে আজ বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট কনক্লেভে যোগ দিয়ে শ্রী সিং বলেন, ভারতের ভূ-কৌশলগত অবস্থানের জন্য বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এর মোকাবিলার সর্বোত্তম উপায় হ‘ল সীমান্ত অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা। গত ১০ বছরে সীমান্ত এলাকার অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সীমান্ত সড়ক সংগঠন- বিআরও , সাড়ে ৮ হাজার কিলোমিটারের বেশি সড়ক এবং ৪০০টিরও বেশি স্থায়ী সেতু নির্মাণ করেছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে পরিকাঠামো মজবুত করা হচ্ছে। ভারত-নেট ব্রডব্যান্ড প্রকল্পের মাধ্যমে দেড় হাজারেরও বেশি গ্রামে হাই-স্পীড ইন্টারনেট পৌছে যাচ্ছে।
Site Admin | September 11, 2024 10:12 PM