সিরিয়ার অস্থায়ী রাষ্ট্রপতি আহমেদ আল সারাহ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা করেছেন। তেইশ সদস্যের মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী নিযুক্ত হয়েছেন আসাদ হাসান আল শিবানী। অভ্যন্তরীণমন্ত্রী নিযুক্ত হয়েছেন প্রাক্তন গোয়েন্দা প্রধান আনাস খাট্টাল। মারহাব আবু খুসরা হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। গতবছর ডিসেম্বরে আসাদ পরিবারের কয়েকদশকের শাসনের পতনের পর নতুন এই সরকার গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
Site Admin | March 30, 2025 10:26 AM
সিরিয়ার অস্থায়ী রাষ্ট্রপতি আহমেদ আল সারাহ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা করেছেন।
