সিরিয়ার উপকূলবর্তী শহর টার্টাসের কাছে সেদেশের বিমানবাহিনীর ওপর ইজরাইল বিমানহানা চালিয়েছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গত রাতের এই বিমান হামলায় এপর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ক্ষয়ক্ষতির হিসাব করছে।টার্টাস বন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক দল। ইজরাইলের সেনাবাহিনীর মুখপাত্র বিমানহানার কথা নিশ্চিত করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী,IDF,কারদাহতে সেনা ছাউনিতে আক্রমণ চালানো হয়।আগের সিরীয় শাসনকালে এখানে অস্ত্র মজুত করা হত।
Site Admin | March 4, 2025 10:05 AM
সিরিয়ার উপকূলবর্তী শহর টার্টাসের কাছে সেদেশের বিমানবাহিনীর ওপর ইজরাইল বিমানহানা চালিয়েছে।
