রাজ্যে ৬’টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রচারাভিযান চলছে জোরকদমে।
সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোট নেওয়া হবে ১৩-ই নভেম্বর। যে সমস্ত ভোটদাতা নির্বাচনে ভোটের ডিউটি থাকায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না, তাদের পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া শুরু হয়েছে।
কোচবিহারের সিতাই-এ বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যোগ দেন বরিষ্ঠ বিজেপি নেতা দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় প্রমুখ। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে ভোট লুঠের চেষ্টা করলে বিজেপি সর্বশক্তি দিয়ে তা’ প্রতিহত করবে। এই বিধানসভার গোঁসানিমারি এক নম্বর অঞ্চলের চাউলের কুঠি এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট প্রচারে অংশ নেন। প্রচার চালাচ্ছেন অন্যান্য দলের নেতা কর্মীরা।