মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 3, 2025 2:31 PM

printer

সিডনিতে বর্ডার গাভাসকার ট্রফির পঞ্চম টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস ১৮৫ রানে শেষ হয়ে গেছে

সিডনিতে বর্ডার গাভাসকার ট্রফির পঞ্চম টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস ১৮৫ রানে শেষ হয়ে গেছে।  টসে জিতে আজ ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও তাঁরা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ঋষভ পন্থ সর্বাধিক ৪০ রান করেছেন। স্কট বোল্যান্ড ৪ এবং মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ১ উইকেটে ৯ রান করেছে। জশপ্রীত বুমরাহ উস্মান খোয়াজার উইকেটটি নেন। এই মুহুর্তে অস্ট্রেলিয়া, ভারতের থেকে ১৭৬ রানে পিছিয়ে আছে।
উল্লেখ্য, চতুর্থ টেস্টে মেলবোর্নে ভারতীয় দলকে ১৮৪ রানে হারিয়ে অস্ট্রেলিয়া এই সিরিজে ২-১এ এগিয়ে রয়েছে। গত ১০ বছর ধরে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখার জন্য ভারতের এই চূড়ান্ত ম্যাচে জয় প্রয়োজন। এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর আশা জিইয়ে রাখতে গেলেও এই টেস্টে ভারতকে জিততেই হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন