সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডেও ভারতের ডি গুকেশ চীনের ডিং লিরেনের বিরুদ্ধে ড্র করেছেন। ৪ ঘন্টারও বেশি সময়ের লড়াইয়ে ৪৬ চালের পর ষষ্ঠ রাউন্ড অমীমাংসিতভাবে শেষ হয়। এই নিয়ে চ্যাম্পিয়নশিপে চতুর্থ ড্র হলো। দুই খেলোয়াড়েরই সংগৃহীত পয়েন্ট ৩।
চ্যাম্পিয়ন হতে গেলে উভয় খেলোয়াড়কেই আরও সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করতে হবে। ৩২ বছর বয়সী লিরেন, প্রথম ম্যাচে জিতলেও ১৮ বছর বয়সী গুকেশ তৃতীয় গেমে জয়ী হন। দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম গেম এর আগে ড্র হয়।