সিঙ্গাপুরে আজ দ্বিতীয় পর্বের ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শংকর, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং তথ্য সম্প্রচার ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করছেন।
এদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়েল গতকাল সিঙ্গাপুরে দ্বিপাক্ষিক বানিজ্য এবং বিনিয়োগের নানা দিক নিয়ে বানিজ্যিক সংস্থা গুলির নেতাদের সঙ্গে কথা বলেছেন। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে যে, ভারত ও সিঙ্গাপুরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বানিজ্য সুযোগের নানা সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিবেশকে কাজে লাগিয়ে দেশে বিনিয়োগ বৃদ্ধির দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যেগ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল, সিঙ্গাপুরে ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন পরিদর্শন করেছেন।