মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 15, 2025 12:07 PM

printer

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নম ভারতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গতরাতে নতুনদিল্লি পৌঁছেছেন।

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নম ভারতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গতরাতে নতুনদিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। রাষ্ট্রপতি থারমানের সফরসঙ্গী হিসেবে  মন্ত্রী, সংসদ সদস্য এবং কর্মকর্তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে এটাই তার প্রথম ভারত সফর।

শ্রী শানমুগারত্নম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন। শ্রীমতী মুর্মু তাঁর সম্মানে একটি ভোজও আয়োজন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  

বিদেশ মন্ত্রী, ডক্টর এস জয়শঙ্কর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও রাষ্ট্রপতি থারমানের সঙ্গে সাক্ষাত করবেন৷  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন