সারা ভারত আইনসভার অধ্যক্ষদের ৮৫-তম সম্মেলন আজ পাটনায় শুরু হচ্ছে। বিহার বিধানসভার সেন্ট্রাল হলে ২ দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংবিধান প্রতিষ্ঠার ৭৫-তম বার্ষিকীর প্রেক্ষাপটে সাংবিধানিক মূল্যবোধকে আরও মজবুত করার লক্ষে সংসদ ও রাজ্য আইনসভাগুলির অবদানের ওপর প্রতিনিধিরা আলোচনা করবেন। বিহার বিধানসভার অধ্যক্ষ নন্দকিশোর যাদব জানিয়েছেন, ২১-শে জানুয়ারী সম্মেলনের সমাপ্তি ঘটবে।
Site Admin | January 20, 2025 10:19 AM