আজ World Sickle Cell Day। সারা বিশ্বে রক্তাল্পতার এই বিশেষ রোগ নিয়ে সচেতনতা তৈরি করতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। এবছরের থিম- Hope Through Progress: Advancing Global Sickle Cell Care & Treatment” অর্থাৎ বিশ্বব্যাপী সিক্ল সেল অ্যানিমিয়ার চিকিৎসা ও পরিচর্যায়
আশাব্যাঞ্জক অগ্রগতি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জিন-বাহিত এই রোগ বংশগতভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়ালেও সাধারণত জন্মের পাঁচ থেকে ছ’মাসের পর এই রোগ ধরা পড়ে। সাধারণভাবে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। বিশেষ করে ফুসফুস এবং শ্বাসনালী বেশি করে আক্রান্ত হয় এবং তা থেকে মৃত্যুর সম্ভাবনাও থাকে।
Sickle cell অ্যানিমিয়াতে আক্রান্ত রোগীদের করণীয় প্রসঙ্গে আকাশবাণীর মাধ্যমে পরামর্শ দিলেন, মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক অমৃতা মন্ডল-