সারা দেশে নিত্যপ্রয়োজনীয় ও জীবনদায়ী ৭৪৮ টি ওষুধের বর্ধিত দাম আজ থেকে কার্যকর হয়েছে। ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’, পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে ওই সমস্ত ওষুধের দাম ১ দশমিক ৭/৪ শতাংশ হারে বাড়ানোর সবুজ সংকেত দেওয়া হয়। এর ফলে উচ্চ রক্তচাপ, অ্যান্টিভাইরাল, ডায়াবেটিস, প্যারাসিটামল, অ্যান্টি অ্যালার্জিক, জীবনদায়ী ইঞ্জেকশন সহ ৭৪৮ টি ওষুধের দাম আজ থেকেই বেড়েছে। চিকিৎসকদের মতে, নিত্য প্রয়োজনীয় ও জীবন দায়ী এইসব ওষুধের দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।
জীবনদায়ী ওষুধ সহ আজ থেকে প্রায় সাড়ে সাতশো ওষুধের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে ডাক্তার সংগঠন Association of Health Service Doctors । সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় আজ আকাশবাণীকে বলেন, এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে।