সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথোচিত মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হচ্ছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠে প্রভাত ফেরির পাশাপাশি সারাদিনব্যাপী নানান অনুষ্ঠান রাখা হয়েছে। স্বামী বিবেকানন্দের ১৬৩-তম জন্ম তিথি উৎসব আগামী ২১শে জানুয়ারী বেলুড়মঠে পালিত হবে।
স্বামীজীর জন্মদিন উপলক্ষে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ, বিবেকানন্দ পাঠ চক্রের উদ্যোগে ও উত্তর কলকাতার সিমলা ব্যায়াম সমিতির সহযোগিতায় স্বামী বিবেকানন্দ মেলার আয়োজন করেছে। স্বামী শিবময়ানন্দ মঞ্চে মেলা চলবে ১৪ ই জানুয়ারি পর্যন্ত। উত্তর কলকাতার স্বামীজীর পৈতৃক ভিটে থেকে উত্তর কলকাতার বেশ কিছু অংশে স্বামীজীর প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় ভক্ত, সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া, সিমলা ব্যায়াম সমিতির সদস্য বিভিন্ন সংগঠন অংশ নেয়।
অখিল ভারত বিবেকানন্দ যুব মন্ডলের কেন্দ্রীয় কার্যালয়েও আজ এক আলোচনাসভার আয়োজন করা হয়।
কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে এক অনুষ্ঠানে স্বামীজীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও শশী পাঁজা।
রাজ্য সচিবালয় নবান্নে স্বামীজি বিবেকানন্দর পাশাপাশি এদিন বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের আত্মবলিদান দিবস উপলক্ষে তাঁর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিসভার সদস্য অরূপ রায়।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি যুব ম্যারাথনেও অংশগ্রহণ করেন।
অন্যদিকে বিরোধী দলনেতা অধিকারীও সিমলা স্ট্রিটে স্বামীজীর বাড়িতে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।
প্রদেশ কংগ্রেস এর তরফেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
অন্যান্য জেলাতেও স্বামী বিবেকানন্দের জন্মদিনটি যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে।