মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 25, 2025 11:07 PM

printer

সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার, তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার, তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নবান্নে আজ রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় মোট ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে।
সাম্প্রতিক বৃষ্টিতে বেশ কিছু জেলায় আলু ও ধান চাষের ক্ষতি হয়েছে।
বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ডিভিসির ছাড়া জলেও আলু নষ্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, ওই ভিজে যাওয়া আলু কিনে নিয়ে সুফল বাংলার মাধ্যমে সেগুলি বিক্রি করে দেওয়া হবে।
এছাড়াও রাজ্য মন্ত্রীসভার বৈঠকে আজ আলুর সহায়ক মূল্য কুইন্টাল পিছু ৯০০ টাকা ধার্য করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন