সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে আর জি করের ঘটনার তীব্র নিন্দা করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এর সঙ্গে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ডও কঠোর শাস্তি হওয়া উচিৎ। শ্রী আঠাওয়ালে আজ কলকাতায় নেশামুক্তি অভিযান শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেন। ছাত্র-যুব সমাজকে নেশামুক্ত করতে কেন্দ্রীয় সরকার দেশের ২৬২-টি জেলায় নেশামুক্তি অভিযান শুরু করেছে। শ্রী আঠাওয়ালে বলেন, বাজেটে সরকার এরজন্য ১ লক্ষ ৬৫ হাজার ৪৯২ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের জন্য প্রস্তাব দিলে কেন্দ্রীয় সরকারী সহায়তা মিলবে বলেও তিনি জানান।
কেন্দ্রীয় মন্ত্রী বিকেলে রাজভবনে ভগবান মহাবীরের নির্বান দিবস উপলক্ষে শান্তি ও অহিংসার উপর আয়োজিত এক আলোচনাচক্রে অংশ নেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস এক ভিডিও বার্তা দেন।