সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার (পিএম-এজেএওয়াই) কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির বৈঠকের সভাপতিত্ব করেছেন। বৈঠকে এই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ভারতজুড়ে তফসিলি জাতি সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কৌশল তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন এবং এর সামগ্রিক উদ্দেশ্যগুলির উপর জোর দেন।
বৈঠকে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বরিষ্ঠ আধিকারিক এবং জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারপার্সন অংশ নেন। কেন্দ্রীয় অর্থ, কৃষি ও কৃষক কল্যাণ, গ্রামোন্নয়ন, নারী ও শিশু বিকাশ মন্ত্রক, নীতি আয়োগ এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন।