বাংলা থেকে এবার ৯জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। তালিকায় রয়েছেন উত্তর ২৪ পরগণার মছলন্দপুরের বাসিন্দা, ঢাক বাদক গোকুল চন্দ্র দাস। মহিলাদের ঢাক বাজানো শিখিয়ে স্বনির্ভর করে তুলেছেন তিনি। দেশ বিদেশে ঢাক বাজিয়ে সুনাম অর্জনের পাশাপাশি দেড় কেজি ওজনের হালকা ঢাক তৈরি করে তাক লাগিয়েছেন। পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হয়ে আপ্লুত বছর ৫৭-র গোকুলবাবু বলেন, এ সম্মান গোটা বাংলার। পদ্মশ্রী পাচ্ছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। এছাড়াও রয়েছেন সরোদ বাদক পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। পিতামহ বিভূতিরঞ্জন কাছে তাঁর হাতে খড়ি। বাহাদুর খান, আলী আকবর খাঁ -এর মত প্রবাদপ্রতিম শিল্পীদের কাছে তালিম নিয়েছেন তিনি।
নৃত্যশিল্পী -অভিনেত্রী মমতা শঙ্কর, সাহিত্যিক-শিক্ষাকর্মী নগেন্দ্রনাথ রায়, শিল্পপতি পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভজনকা, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ, শিক্ষানুরাগী তথা সমাজকর্মী, পরিবার স্কুলের প্রতিষ্ঠাতা বিনায়ক লোহানিও এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন।
তালিকায় রয়েছেন আরও এক বাঙালি স্টেট্ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতি ভট্টাচার্য।
এদিকে, মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী অর্থনীতিবিদ বিবেক দেবরায়কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন তিনি।
উল্লেখ্য, সাধারনতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় গতকাল ২০২৫-এর পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবছর মোট ১৩৯ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭জন। ১৯জন পাচ্ছেন পদ্মভূষণ। পদ্মশ্রী দেওয়া হচ্ছে ১১৩ জনকে।