মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 10, 2025 2:26 PM

printer

সাধারণ মানুষকে সুলভে খাবার যোগান দিতে ২০২১ সালে শুরু হয়েছে মা ক্যান্টিন  কর্মসূচি

সাধারণ মানুষকে সুলভে খাবার যোগান দিতে ২০২১ সালে শুরু হয়েছে মা ক্যান্টিন  কর্মসূচি। এখন পর্যন্ত  প্রায় সাড়ে সাত কোটি মানুষ এই প্রকল্পের ফলে উপকৃত হয়েছে বলে  আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে  জানিয়েছে পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মা ক্যান্টিন বর্তমানে ব্লক – পুরসভা – কর্পোরেশন এলাকা এবং ৩৩ টি মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে চলছে। এই কর্মসূচির অধীনে ৫ টাকায় ডিম ভাত দেওয়া হয়, যার জন্য খরচ হয়েছে প্রায় ১২৯ কোটি টাকা। এই ক্যান্টিন গুলির মান উন্নয়নে আরো ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন