মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 29, 2025 9:56 PM

printer

সাধারণতন্ত্র দিবসের অঙ্গ হিসেবে আজ নতুন দিল্লির ঐতিহাসিক বিজয়চকে বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়।

সাধারণতন্ত্র দিবসের অঙ্গ হিসেবে আজ নতুন দিল্লির ঐতিহাসিক বিজয়চকে বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ,লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। অমর “কদম কদম বাড়ায়ে যা” -র সুরে শুরু হয় এই অনুষ্ঠান। তার সঙ্গেই পাইপ এবং ড্রামের তালে বেজে ওঠে অমর ভারতী, ইন্দ্রধনুষ, জয় জন্মভূমি এবং বীর সিয়াচেন।

 আমাদের সংবাদদাতা জানাচ্ছেন এবছর এখানে  সশস্ত্র সেনা, নৌ এবং বিমান বাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর মোট ৩০ টি অনুষ্ঠান হয়। বিউগলে সারে জাহা সে আচ্ছার সুর বাজিয়ে অনুষ্ঠান শেষ ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন