সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL লীগ খেতাব জয়ের লক্ষ্যে মোহনবাগান সুপারজায়ান্ট ,ওড়িশা এফসি-র মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
দুই দলই ২১ টি করে ম্যাচ খেলেছে। মোহনবাগান ৪৯ পয়েন্ট সংগ্রহ করে লিগ শীর্ষে, ২৯ পয়েন্ট সংগ্রহ করে ওড়িশা রয়েছে সপ্তম স্থানে। এই ম্যাচ জিতলেই মোহনবাগান ISL লীগ খেতাব জয় করবে।
অন্যদিকে, দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে লিগ তালিকায় নবম স্থানে উঠে এসেছে। পাঞ্জাব নেমে গেছে একাদশ স্থানে ।
গোয়ার ফতোরদা স্টেডিয়ামে গতকাল অপর ম্যাচে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স কে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে গোয়া এখন লিগতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দশম স্থানে রয়েছে কেরালা।