সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার ক্ষেত্র তৈরির লক্ষে রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল গতকাল সাংবাদিকদের বলেন নতুন পদ্ধতিতে একটি শিক্ষাবর্ষকে দু-ভাগ করে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জুন মাসে ৪০ নম্বরের এবং জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের ৬০ নম্বরের উপরে পরীক্ষা নেওয়া হবে।
২০২৬-এ প্রাথমিকের পাঠ্যক্রমেও বদল আসবে। পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পরিবর্তে পর্ষদ করবে বলে সভাপতি জানান। সারা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য উচ্চ মাধ্যমিক স্তরে এই পদ্ধতিতে ইতিমধ্যে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।