সরকার, রমজান মাস উপলক্ষ্যে রেশনের বিশেষ প্যাকেজ বন্টন ১৭ই এপ্রিল পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্যদফতরের তরফে জারী করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানের বিশেষ প্যাকেজের খাবার রেশন দোকানে মজুদ থাকলে তা গ্রাহকরা ঐদিন পর্যন্ত ভর্তুকি মূল্যে কিনতে পারবেন। ওই সময় বা মজুত প্যাকেজ শেষ না-হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, রমজান প্যাকেজে রেশন গ্রাহকদের চিনি, ছোলা ও ময়দা ভর্তুকি মূল্যে সরবরাহ করছে খাদ্যদফতর। প্যাকেজের খাদ্যসামগ্রী ঠিকমতো বিক্রি করা হচ্ছে কি না সেদিকে বিশেষ নজর রাখতে স্থানীয় পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ।