সরকার মৎস্যজীবীদের নিরাপত্তা দিতে সমুদ্রে মাছ ধরার ভেসেলগুলিতে এক লক্ষ ট্রান্সপন্ডার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। মৎস্য দফতরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ নতুন দিল্লিতে মৎস্য ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি ব্যবহার নিয়ে এক জাতীয় সম্মেলনে বলেন, কোন ধীবর মাছ ধরার সময় সামুদ্রিক জলসীমা পেরিয়ে গেলে এই ট্রান্সপন্ডার সেব্যাপারে সতর্ক করতে সাহায্য করবে। দেশের অর্থনীতিতে মৎস্য ক্ষেত্রে এক বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে মৎস্যমন্ত্রী বলেন, মৎস্যজীবীদের ব্যবসা বাড়াতে মহাকাশ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। দেশের তিন কোটি মানুষ মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত। সরকার তাদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
Site Admin | August 13, 2024 1:43 PM