মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 17, 2024 9:03 AM

printer

সরকার নীতি আয়োগ পুনর্গঠন করেছে।

সরকার নীতি আয়োগ পুনর্গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়ারপার্সন এবং সুমন কে বেরি ভাইস চেয়ারপার্সন হিসেবেই রয়েছেন। পূর্ণাঙ্গ সদস্য হিসেবেই থাকছেন, ভি কে সারশ্বত, অধ্যাপক রমেশ চাঁদ, ডক্টর ভি কে পল ও অরবিন্দ ভিরমানি। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এক্স অফিসিও বা পদাধিকার বলে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে, স্পেশাল ইনভাইটি বা বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা, ইস্পাতমন্ত্রী এইচ ডি কুমারাস্বামী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী জিতেনরাম মাঝি, পঞ্চায়েতিরাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং, সামাজিক ন্যায় ও ক্ষমতায়নমন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার, অসামরিক উড়ান চলাচলমন্ত্রী কে রামমোহন নাইডু, উপ-জাতিবিষয়ক মন্ত্রী জুয়েল ওঁরাও, মহিলা ও শিশু বিকাশমন্ত্রী অন্নপূর্ণা দেবী, খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী চিরাগ পাসোয়ান এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী রাও ইন্দরজিৎ সিং । সরকারের পক্ষ থেকে গতকাল পুনর্গঠন সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন