সরকার জানিয়েছে যে 5G পরিষেবা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ সারা দেশে চালু করা হয়েছে। বর্তমানে চলতি বছরের ৩১শে অক্টোবর পর্যন্ত দেশের সাতশো ৮৩টি জেলার মধ্যে সাতশ ৭৯টি জেলায় পরিষেবাগুলি পাওয়া যাচ্ছে।আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে, যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ পেমমাসানি চন্দ্র সেখর জানান যে ২০২২এর অক্টোবরে 5G পরিষেবা চালু হওয়ার পর থেকে দেশে ৪ লক্ষ ৬০ হাজারেরও বেশি 5G বেস ট্রান্সসিভার স্টেশন ইনস্টল করা হয়েছে। সরকার পরিষেবাগুলির প্রসারের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে যার মধ্যে রয়েছে নিলামের মাধ্যমে মোবাইল পরিষেবাগুলির জন্য পর্যাপ্ত স্পেকট্রাম বরাদ্দ করা এবং এর দক্ষ ব্যবহারের জন্য স্পেকট্রাম শেয়ারিং ও ট্রেডিং এর অনুমতি দেওয়া হয়েছে।
Site Admin | December 12, 2024 9:51 PM