সরকার জানিয়েছে, দেশে গত ৭ বছরে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং নীট ইউ জি কান্ডে সব কিছুই প্রকাশ্যে আনা হয়েছে। লোকসভায় আজ প্রশ্নোত্তর কালে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এন টি এ গঠন হওয়ার পর থেকে তাদের পরিচালনায় ২৪০ টি পরীক্ষা হয়েছে। সাড়ে চার কোটি পড়ুয়া এই পরীক্ষায় বসেছে। দেশের পরীক্ষা ব্যবস্থা ধ্বসে পড়েছে বলে লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তা খারিজ করে দেন তিনি। শ্রী প্রধান জানান, সারা দেশের মধ্যে পাটনার কাছেই নীট ইউ জি প্রশ্নপত্র ফাঁসের মাত্র একটি ঘটনার খবর পাওয়া গেছে। সিবিআই বিষয়টির তদন্ত করছে এবং নীট পরীক্ষা সংক্রান্ত ইস্যুটি সুপ্রীম কোর্টের বিচারাধীন রয়েছে। নীট ইউজির ৪ হাজার ৭শো কেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ মিলেছে।
এর আগে, নিট ইউ জি-র প্রশ্নফাঁস নিয়ে আজ লোকসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাহুল বলেন, সারা দেশের কাছে এটা শুধু নিট নয়, সমস্ত বড় পরীক্ষার ক্ষেত্রেই গুরুতর একটি সমস্যা। শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া বাকি সবাইকে দায়ী করেছেন। প্রকৃত পক্ষে কি ঘটছে, সে সম্পর্কে তাঁর কোন ধারনা আছে বলে তিনি মনে করেন না।