মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 5, 2024 11:49 AM

printer

সরকার খুব শীঘ্রই জাহাজ নির্মাণ ও মেরামতির নতুন নীতি আনতে চলেছে।

সরকার খুব শীঘ্রই জাহাজ নির্মাণ ও মেরামতির নতুন নীতি আনতে চলেছে। এর লক্ষ্য ২০৩০-এর মধ্যে ভারতকে এই ক্ষেত্রে প্রথম সারির ১০-টি এবং ২০৪৭-এর মধ্যে ৫-টি দেশের মধ্যে নিয়ে আসা। বন্দর-, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব টি কে রামাচন্দ্রন গতকাল একথা জানান। তিনি বলেন, ২০৪৭-এর মধ্যে জাহাজ ক্ষেত্রে ভারতীয় বাজারের পরিমাণ দাঁড়াতে পারে ২০ লক্ষ কোটি টাকার বেশি। নতুন দিল্লিতে একটি কর্মশালায় সভাপতিত্ব করেন, শ্রী রামচন্দ্রন। বিভিন্ন সরকারী মন্ত্রক, দফতর, জাহাজ সংস্হা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এবং বে-সরকারী শিপইয়ার্ড-এর শতাধিক প্রতিনিধি এই কর্মশালায় যোগ দিয়েছিলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন