সরকারের সম্মতি ছাড়াই দিল্লির উপ রাজ্যপালের দিল্লি পুরনিগমের সদস্যদের মনোনীত করার ক্ষমতা রয়েছে বলে, সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছে।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরের নেতৃত্বাধীন বেঞ্চ, দিল্লির মন্ত্রি পরিষদের পরামর্শ ছাড়াই উপ রাজ্যপাল বি কে সাক্সেনার ১০ জন অল্ডারম্যান মনোনীত করার সিদ্ধান্ত নিয়ে মামলায় রায়দান স্থগিত রেখেছিলেন ২০২৩-এর ১৭’ই মে।
আজ সেই মামলার রায় দিতে গিয়ে শীর্ষ আদালত বলেছে, দিল্লি পুর নিগম আইন অনুযায়ী উপ রাজ্যপালের, দিল্লি সরকারের পরামর্শ গ্রহণ করার প্রয়োজন নেই। কারণ এটা বিধিবদ্ধ ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা নয়।