সরকারের সঙ্গে বৈঠকের পরও আমরণ অনশনের সিদ্ধান্ত থেকে এখনই সরছেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। গতকাল রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে সল্টলেকের স্বাস্থ্য ভবনে প্রায় ঘন্টা তিনেক বৈঠকের পর ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারেরা। বৈঠক ‘নিষ্ফল’ হয়েছে বলে দাবি করে তারা জানিয়েছেন যে দাবি দাওয়া গুলি নিয়ে সরকারের কাছ থেকে কোনও সদর্থক উত্তর মেলেনি। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশীষ হালদার বলেন, সরকার অনমনীয় মনোভাব দেখাচ্ছে। শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। নতুন কিছু বলা হয়নি।
জুনিয়র ডাক্তারদের দের সঙ্গে সরকারের গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে বলে মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন। পাশাপাশি অনশনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছে সরকার। গতকাল স্বাস্থ্য ভবনে দশ দফা দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে মুখ্যসচিব বলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কাজ করছে। জুনিয়র ডাক্তারদের অনেক দাবিই মেনে নেওয়া হয়েছে। প্রয়োজন হলে সরকার আবার বৈঠকে বসতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। স্বাস্থ্য ভবনে বৈঠকে যা আলোচনা হয়েছে, তার উপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব।
উল্লেখ্য, দশ দফা দাবি নিয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন সাত জন জুনিয়র ডাক্তার। চারদিন পার হয়েছে জুনিয়র ডাক্তারদের অনশনের। গত সন্ধ্যায় বৈঠকে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল করেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকের জন্য স্বাস্থ্যভবনে আহ্বান জানানো হয় জুনিয়র ডাক্তারদের। সেই মতো জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল স্বাস্থ্যভবনে যায়। প্রায় তিন ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।