সরকারি নির্দেশিকাকে অমান্য করে সেতুর ভারবহন ক্ষমতা থেকে অনেক বেশি পরিমান পন্য নিয়ে গভীর রাতে ভারী ডাম্পার পারাপার করায় সেবক করোনেশন সেতুর স্বাস্হ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডুয়ার্সের নাগরিকরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মুখ্যসচিব মনোজ পন্থকে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে, পুলিশ ও বন বিভাগের আধিকারিকরা টাকার বিনিময়ে এই ডাম্পারগুলি চলাচলে ছাড়পত্র দিচ্ছে।
উল্লেখ্য, তিস্তা নদীর উপরে উত্তরবঙ্গের শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্সের সংযোগকারী সেবক করোনেশন সেতু ১৯৩৭ সালে তৈরি হয়। ২০১২ সালে সেতুতে ফাটল ধরা পড়ায় সর্বাধিক ১০ টন ওজনের বেশি যান চলাচলে জারি করা হয় নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা না মানায় স্হানীয়রা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।