সরকারি কর্মচারী ও পেনশনভোগী এবং তাঁদের পরিবারকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার, স্বাস্থ্য চিকিৎসা প্রকল্পে আরও কিছু হাসপাতালকে যুক্ত করেছে। অর্থ দপ্তরের মেডিক্যাল সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা কিডনি ইন্সটিটিউট, ই এম বাইপাসের টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার সেন্টার, দূর্গাপুরের তপোবন হাসপাতালের মত নয়টি সংস্থাকে এর আওতাভুক্ত করা হয়েছে। এরফলে বর্তমানে সরকারি হাসপাতাল ছাড়াও রাজ্যের মোট ১৬৫টি বেসরকারি হাসপাতাল, ২৬টি ডায়গনেস্টিক সেন্টার এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলো।
এছাড়া সরকারি কর্মচারীদের চিকিৎসা খরচের বিল জমা পড়ার পরে তাতে কোন জটিলতা থাকলে সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার জন্যেও প্রকল্পের মেডিক্যাল সেলে একজন চিকিৎসককে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য এই প্রকল্পে বর্তমানে দুই লক্ষ ১৯ হাজার ৮৪৭ জন নাম নথিভুক্ত করেছেন। এর ফলে সুবিধা পাচ্ছেন সাড়ে সাত লক্ষেরও বেশি মানুষ। এই প্রকল্পে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য চিকিৎসার সুবিধা পান।