মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 25, 2024 2:00 PM

printer

সমবায় ক্ষেত্রে ভারত বিশ্বনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন।

সমবায় ক্ষেত্রে ভারত বিশ্বনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। সংবাদ পত্রে এক নিবন্ধে শ্রী শাহ বলেন, সমবায় ক্ষেত্র কেবলমাত্র অর্থনৈতিক দিক থেকে মানুষকে সমৃদ্ধই করে না, দেশের অর্থনীতির মূল ধারায় তাদের সামিলও করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহকার সে সমৃদ্ধি মন্ত্রের মূল লক্ষ্যই হল সমবায় প্রতিষ্ঠানগুলিকে স্বনির্ভর এবং শক্তিশালী করে তোলা। যেসমস্ত ব্যবসায়ীর মূলধনের অভাব রয়েছে বা যাদের সামান্য সঞ্চয় রয়েছে, তাদের সহায়তা দিতে এই প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজকের আন্তর্জাতিক সমবায় সম্মেলনে আর্থিক অন্তর্ভুক্তি, দারিদ্র দূরীকরণ, লিঙ্গ সমতা সুনিশ্চিত করা এবং রাষ্ট্রসংঘের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সমবায় আন্দোলনকে শক্তিশালী করা ছাড়া কোনো ধরনের পরিবর্তন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। এজন্য সরকার ৬০ টিরও বেশি উদ্যোগ গ্রহণ করেছেন বলে শ্রী শাহ জানান।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন