মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 9, 2024 10:28 AM

printer

 সপ্তম রাষ্ট্রীয় পুষ্টি মাসের অংশ হিসেবে এপর্যন্ত প্রায় ১ কোটি উনোয়াশি লক্ষ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

 সপ্তম রাষ্ট্রীয় পুষ্টি মাসের অংশ হিসেবে এপর্যন্ত প্রায় ১ কোটি উনোয়াশি লক্ষ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু এই পোষাণ মাস চলবে ৩০ তারিখ পর্যন্ত। এই অভিযান শুরু হয়েছে গুজরাট থেকে।এক মাসের এই অভিযানে রক্তাল্পতা, শিশুদের বৃদ্ধি, পরিপূরক খাদ্য এবং পোষাণ ভি-পঢ়া ভি- ইত্যাদি বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এক পেড় মাকে নাম উদ্যোগের মাধ্যমে সুস্হায়ী পরিবেশ গড়ে তোলার ওপরেও জোর দেওয়া হচ্ছে এই অভিযানে।   এর আওতায় ১৩ লাখ ৯৫ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বৃক্ষরোপণে অন্তর্ভুক্ত করা হবে।    মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক বলেছে যে এ পর্যন্ত পুষ্টিকর উপাদান খাওয়ানো সংক্রান্ত ২০ লক্ষের বেশি কর্মসূচী পরিচালিত হয়েছে। দেশে বিভিন্ন রাজ্যের ৭শো ছাপ্পান্নটি জেলা সক্রিয়ভাবে সচেতনতা প্রচারে অংশ নিচ্ছে এবং পুষ্টি সম্পর্কিত তথ্য সরবরাহ করছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন