সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে জম্মু-কাশ্মীর পুলিশ, ৯ জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করেছে। এরা জম্মু ডিভিশনে সাম্বা এবং কাঠুয়া সেক্টরে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অনুপ্রবেশের পর পাকিস্তানি জঙ্গিদের উধমপুর, কাঠুয়া এবং ডোডা জেলায় পৌঁছে দেওয়ার কাজ করত। এই চক্রের মূল পান্ডা মহম্মদ লতিফ ওরফে হাজি লতিফ, কাঠুয়ার আম্বে নাল এলাকার বাসিন্দা। এই ব্যক্তি অনুপ্রবেশকারী জঙ্গিদের আশ্রয় দিত। গ্রীষ্মকালে পাহাড়ের গায়ে খাদ্যশস্য জমিয়ে রাখার জন্য তৈরি ঝুপড়িতে তল্লাশি চালিয়ে ৫০ জনের সন্ধান মেলে। এরা বিদেশী জঙ্গিদের খাদ্য, বাসস্থান এবং যোগাযোগে সাহায্য করতো। কেউ কেউ জঙ্গিদের থেকে টাকাও নিত বলে অভিযোগ। যারা পুলিশকে সময়মতো খবর দিয়েছে, তাদের নির্দোষ বলে গন্য করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ডোডার গান্দোহ এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৬শে জুন তিন জঙ্গি মারা পড়েছে।
Site Admin | August 13, 2024 1:17 PM