সতর্কতা সচেতনতা অভিযান এর অংশ হিসেবে, পূর্ব রেলওয়ের ভিজিল্যান্স বিভাগের তত্ত্বাবধানে, গতকাল (11.09.24) শিয়ালদহ পার্সেল অফিসে সচেতনতা সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের আলোচ্য বিষয় ছিল “রাষ্ট্রের সমৃদ্ধির জন্য সততার সংস্কৃতি”। এই প্রচারের মুল উদ্দেশ্য শিয়ালদহে পার্সেল অফিসে নিয়োজিত রেলওয়ে কর্মচারীদের মধ্যে সতর্কতা এবং সততার মূল্যবোধ প্রচার করা। সেমিনারে ভিজিলেন্স দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এবং দুর্নীতি নির্মূলের গুরুত্ব সম্পর্কে উপস্থিত কর্মচারীদের অবহিত করেন। কীভাবে দুর্নীতি রেল ব্যবস্থাকে দুর্বল করতে পারে এবং একই সাথে রেল ব্যবহারকারীদের মধ্যে রেল সম্পর্কে বিরূপ মনোভাব জাগাতে পারে সে সম্পর্কে তাঁরা ব্যাখ্যা করেন। সেমিনারটির পরে একটি প্রশ্ন উত্তর পর্ব আয়োজন করা হয় যেখানে, কর্মীদের সতর্কতা ও সততা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।
Site Admin | September 12, 2024 10:17 AM