মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 13, 2025 10:11 PM

printer

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি, একটি সংবাদ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান।

উত্তর পূর্বাঞ্চল ও সীমান্ত এলাকার ওপর মূল গুরুত্ব দিয়ে দেশজুড়ে মহাসড়কগুলি মজবুত করে তোলার জন্য সরকার আগামী দু বছরে সরকার  দশ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি, একটি সংবাদ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, এক্ষেত্রে বিশ্বের সেরা ব্যবস্থার সমতুল হয়ে ওঠার লক্ষ্যে আগামী দুবছরের মধ্যে দেশের পরিকাঠামোর ব্যাপক রূপান্তর ঘটানোর জন্য কেন্দ্র কাজ করে চলেছে। মন্ত্রী জোর দিয়ে বলেন, যে উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে সরকার এমন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা নিতে চলেছে যাতে সেখানকার সড়কগুলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সড়কের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বেশ কিছু দেশের সীমান্তের কাছাকাছি হওয়ায় সেখানে সড়ক পরিকাঠামোর সংস্কার জরুরি হয়ে উঠেছে বলে মন্ত্রী জানান।

পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য ৩ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে, ২১ হাজার ৩০০ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের ৭৮৪ টি মহাসড়ক প্রকল্প রূপায়িত হবে বলে শ্রী গড়কড়ি জানিয়েছেন।

মন্ত্রী বলেন, চলতি বছরেই উত্তর-পূর্বাঞ্চলের জন্য সরকার এক লক্ষ কোটি টাকার প্রকল্পের নিয়ে কাজ  করছে। নাগপুরে ১৭০ কোটি টাকার দ্রুত যাত্রী পরিবহনের পাইলট প্রকল্পের কাজ চলছে। এতে ১৩৫ আসনের বাস দূষণমুক্ত জ্বালানির ব্যবহার করে চালানোর পরিকল্পনা রয়েছে যা খুবই সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন