মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 19, 2024 9:27 PM

printer

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন যে ২০২৩-এর পয়লা এপ্রিল থেকে, বাজারে আসা নতুন যানবাহনগুলিকে E20 উপাদানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন যে ২০২৩ এর পয়লা এপ্রিল থেকে, বাজারে আসা নতুন যানবাহনগুলিকে E20 উপাদানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা হয়েছে।  আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক  থেকে অটোমোবাইল শিল্প দু’চাকার ফ্লেক্স ফুয়েল ভেহিকলস  এফএফভি নিয়ে বাজারে আসার জন্য প্রস্তুত। কিছু অটোমোবাইল নির্মাতা ইতিমধ্যে ফ্লেক্স ফুয়েল গাড়ির ঘোষণা করেছে। মন্ত্রী বলেন, চার চাকার গাড়ির জন্য অটোমোবাইল শিল্প ২০২৫-২৬ অর্থবর্ষে এই ব্যবস্থা চালু  করার প্রতিশ্রুতি দিয়েছে। আসন্ন  ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো  ২০২৫-এ সাতটি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স – ওইএম দ্বারা নির্মিত টু-হুইলার  এফএফভির ১১টি ইউনিট, পাঁচটি ওইএম থেকে চার চাকার পাঁচটি ইউনিট এবং একটি ওইএম থেকে থ্রি-হুইলারের একটি ইউনিট প্রদর্শিত হচ্ছে।

          শ্রী গডকরি বলেন, আমদানি নির্ভরতা হ্রাস, উৎপাদনের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে সরকার জৈব জ্বালানির প্রচার করছে। গত দশ বছরে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দ্বারা পেট্রোলে ইথানল মিশ্রণের ফলে এই বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক লক্ষ আট হাজার ৬৫৫ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে এবং প্রায় ৫৫৭ লক্ষ মেট্রিক টন নেট কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস পেয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন