সঞ্জীব খান্নাকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে পরামর্শের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১১ নভেম্বর থেকে বিচারপতি খান্নাকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। বিচারপতি খান্না বর্তমানে সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারপতি। তিনি হবেন ভারতের ৫১তম প্রধান বিচারপতি। বিচারপতি খান্না ২০২৫ সালের ১৩ মে অবসর নেবেন। বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এই বছরের 10 নভেম্বর অবসর নেবেন।
২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান সঞ্জীব খান্না। তিনি বেশ কয়েকটি যুগান্তকারী রায় দিয়েছেনএবং শীর্ষ আদালতের একাধিক সাংবিধানিক বেঞ্চে দায়িত্ব পালন করেছেন।