সংস্কারের কাজের জন্য তিরুবনান্তপুরম আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে দিনের বেলা বন্ধ থাকছে।
বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, রানওয়ের পুরো অংশটি সম্পূর্ণরূপে সংস্কার করা হবে। কয়েকটি নির্দিষ্ট দিনে এই কাজের জন্য রানওয়ে সকাল ৯’টা থেকে সন্ধ্যে ৬’টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে ওঠানামা করা উড়ানগুলির স্ময়ের পুনর্বিন্যাস করা হয়েছে। ইতোমধ্যেই যাত্রীদের উড়ানের নতুন সময়সূচী জানিয়ে দেওয়া হয়েছে।