সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এক দেশ এক নির্বাচন একটি জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন , এটি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়। এটি কার্যকর হলে সামগ্রিকভাবে গোটা দেশ উপকৃত হবে।
লোকসভায় আজ ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত বিল উত্থাপনের আগে সাংবাদিকদের তিনি বলেন , মানুষের কল্যাণের জন্যই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই বিলের বিরোধিতা করায় তিনি বিরোধীদের সমালোচনা করেন । তিনি বলেন , কংগ্রেস সংবিধানের ৩৫৬ নম্বর ধারার অবমাননা করেছে, যার ফলে সংসদ এবং বিভিন্ন রাজ্যের নির্বাচন পৃথকভাবে অনুষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে।