সংসদে বয়লার বিল ২০২৪ পাস হয়েছে লোকসভায় গতকাল এটি অনুমোদিত হয়। এতে ১৯২৩ সালের বয়লার আইন বাতিল হওয়ার পাশাপাশি বয়লার নিয়ন্ত্রণ এবং স্টিম বয়লার বিস্ফোরণের ঝুঁকি থেকে মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করার সংস্থান রয়েছে। রাজ্যসভায় ইতোমধ্যে গত বছরের ডিসেম্বরে বিলটি পাস হয়। আইনটিতে দেশে বয়লার তৈরির সময় এবং ব্যবহারের ক্ষেত্রে নিবন্ধীকরণ ও পরিদর্শনে অভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবসা সহজ করার জন্য বিলটিতে এম এস গ্রাহকসহ ব্যবহার কারীদের সুবিধার ব্যবস্থা রয়েছে। অপরাধ মুক্ত করা সম্পর্কিত বিধান এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
লোকসভায় এই বিলের উপর বিতর্কের জবাবে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল বলেন সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার পর বিলটি সংসদে আনা হয়েছে। তিনি বলেন, মোদি সরকার সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাসী এবং রাজ্যগুলির অধিকারে হস্তক্ষেপের কোন প্রশ্ন নেই।