কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ সকাল ১১টায় লোকসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন। লোকসভার পর তা রাজ্যসভায় পেশ করা হবে। ২০১৯ সালে অর্থমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে সপ্তমবার শ্রীমতি সীতারামন বাজেট পেশ করতে চলেছেন।
এর আগে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী, কৃষক সমিতি, কৃষি অর্থনীতিবিদ, ট্রেড ইউনিয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই কেন্দ্রীয় বাজেট আগামী পাঁচ বছরের যাত্রাপথের দিক্ নির্দেশ এবং ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন সাকার করার ভিত্তি স্থাপন করবে। দেশবাসীকে তিনি যে যে গ্যারান্টি দিয়েছেন, সেগুলির বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।